Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollসেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদমে দুষ্কৃতীর তাণ্ডব

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদমে দুষ্কৃতীর তাণ্ডব

কলকাতা: ফের শহর কলকাতায় ছিনতাই! সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। বৃদ্ধ দম্পতিকে ভয় দেখিয়ে সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা।

এর আগে ঠিক চারদিন আগে ভয়াবহ ডাকাতি হয় খাস কলকাতায়। সেদিন সেণ্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারকে অস্ত্র দেখিয়ে চালানো হয় লুঠপাট।

আরও পড়ুন: প্রয়াগরাজে ফের আগুন! পুড়ে ছাই বেশ কয়েকটি তাঁবু

আর এবার দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা। এক সত্তরোর্ধ্ব দম্পতির ঘরে ঢুকে চালানো হয় লুঠপাট। ৭ জনের ডাকাতের দল ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ঢুকে এই লুটপাট চালায়। ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ রোববার রাত ২ টো নাগাদ। ওই দম্পতির বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ডাকাতরা ঢুকে পরে বাড়িতে। চালানো হয় লুঠপাট। শুধু তাই নয়, তারপর সেই ডাকাতের দল সোজা দোতলায় উঠে গিয়ে বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে চালানো হয় লুঠপাট।

জানা যাচ্ছে, ওই বৃদ্ধ দম্পতি একা থাকায় এবং কোনরকম ভাড়াটে না থাকায় ডাকাতের দল এমন দুঃসাহসিক ডাকাতি চালায়। শুধুতাই নয়, আলমারি ভেঙেও দম্পতিদের সবকিছু লুঠ করা হয়।

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News